রনি আহম্মেদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলারর ১১শত পরিবার ঘরে বসেই ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ পাবেন। ৩১ মার্চ মঙ্গলবার উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এসব সামগ্রী পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার এ তথ্য নিশ্চিত করেন। করোনা ভাইরাসের কারণে কর্মহীন ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার অগ্রাধিকার ভিত্তিতে এ খাদ্য সহায়তা পাবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোসাঃ ইসমত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জোয়ার্দার খাদ্য সহায়তা কর্মসূচীর সার্বিক তদারকি করবেন।